বোনের বাসা থেকে লামাবাজারে নিজ ঘরে ফিরা হলো না জকিগঞ্জের হাফিজ চৌধুরীর
প্রকাশিত হয়েছে : ১২:৪০:১৪,অপরাহ্ন ২৯ মার্চ ২০১৬ | সংবাদটি ১২৬৯ বার পঠিত
নিহত আব্দুল হাফিজ চৌধুরী জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের পরচক গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে নগরীর লামাবাজারস্থ নিজ বাসায় বসবাস করতেন।
জানা গেছে, শনিবার রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারস্থ বোনের বাড়ি গিয়েছিলেন আব্দুল হাফিজ চৌধুরী। সেখান থেকে রাত সাড়ে ১০টায় মোটরসাইকেল যোগে নগরীর লামাবাজারস্থ নিজ বাসায় ফিরছিলেন।
কিন্তু হুমায়ুন রশীদ চত্বরের কাছে আসার পর একটি শিশু মোটর সাইকেলের সামনে পড়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসা প্রদানের জন্য তাকে তাৎক্ষণিক সিলেট ওয়াসিস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত তিনটার দিকে ইন্তেকাল করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান ।
রবিবার বাদ জোহর জকিগঞ্জ উপজেলার পরচক শাহী ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, আব্দুল হাফিজ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জকিগঞ্জের বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা এডভোকেট লোকমান আহমদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক চৌধুরী, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ।
পৃথক শোক বার্তায় মরহুম আব্দুল হাফিজ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তারা।