লন্ডন প্রবাসী মাওলানা আব্দুর রবের দেশে প্রত্যাবর্তন
প্রকাশিত হয়েছে : ১২:২৮:৫২,অপরাহ্ন ০৪ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৯৪৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি, লন্ডনস্থ সারে মুসলিম সেন্টারের ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মাওলানা আব্দুর রব লন্ডন থেকে গতকাল দেশে প্রত্যাবর্তন করেছেন। জকিগঞ্জ বার্তাকে তিনি জানান বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটে শনিবার দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দর এসে পৌছি। এর পর পরই বিশ্বনাথ ও জগন্নাথপুৃরে দু’টি অনুষ্ঠানে উপস্থিত হই। আগামী ১৩এপ্রিল লন্ডন ফিরবো। তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন, তার প্রতিষ্ঠিত শহীদ জমসেদ আলী ইসলামীক একাডেমীতে ৭এপ্রিল বেলা ১১টায় ক্বওমী মাদ্রাসার উন্নয়ন বিষয়ক আলোচনা সভা, বোখারী খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সকলের উপস্থিতি কামনা করেছেন মাওলানা আব্দুর রব।