চেয়ারম্যান প্রার্থী হাসান আহমদের সমর্থনে জকিগঞ্জ সদর ইউপিতে সভা
প্রকাশিত হয়েছে : ১:২৫:১১,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৯৭০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান পদ-প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদের সমর্থনে প্রথম নির্বাচনী সভা স্থানীয় এলাহী কিন্ডার গার্টেনে গতকাল অনুষ্ঠিত হয়। ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও ইসলাম উদ্দিনের পরিচালনায় শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন হাজী ফখর উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শফিকুর রহমান,. ইউপি বিএনপির সভাপতি আব্দুস শহীদ চুনু, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মুুজিব, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ ময়নুল, ইউপির সাবেক চেয়ারম্যান মুসলিম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মুহিবুর রহমান, হাজী আয়াজ আলী, আব্দুল হান্নান হানু, ফজই মিয়া, মছদ্দর আলী, মাখন মিয়া, আজির উদ্দিন, আব্দুস ছালাম, মন্নান মিয়া, আব্দুল আহাদ, সমছু মিয়া, আব্দুল আজিজ নুনু, মুতি মিয়া, জলি মিয়া, হাফিজ ইয়াসিন আলী, বকুল আহমদ, আফতাব আহমদ, নজরুল ইসলাম, মখদ্দস আলী, মখন মিয়া, তমু মিয়া, ছায়াদ আলী, আব্দুস ছালাম, বড়জলি মিয়া, মস্তু মিয়া ও শফিক মিয়া প্রমূখ।