শিলাবৃষ্টি ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে ‘স্বন্ধানী স্বেচ্ছা সেবী সংঘ’র আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিত হয়েছে : ৬:৫১:২৬,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০১৬ | সংবাদটি ৮৫৫ বার পঠিত
সংবাদ দাতা: শিলাবৃষ্টি ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত একশটি অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করলো জকিগঞ্জের সন্ধানী স্বেচ্ছাসেবী নামক একটি সামাজিক সংগঠন। স্থানীয় শরিফগঞ্জ বাজারে সংগঠনটির কার্যালয়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সন্ধানী স্বেচ্ছাসেবী সংঘের সভাপতি ইকবাল রশিদ আহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইখতিয়ার আহমদ চৌধুরীর উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাড. ইশতিয়াক আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক ডা. বিভাকর দেশ মূখ্য। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আমিনুল ইসলাম বাবু, জালাল উদ্দীন, এম- এ সালাম, ময়নুল ইসলাম, শরিফগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আব্দুল জলিল, আতাউর রহমান, সাবেক মেম্বার আব্দুল কালাম, ফুলতলী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠিতা সংগঠক বাবর হোসাইন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ছমির উদ্দীন রউফ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হক রানা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এড. ইশতিয়াক আহমদ চৌধুরী বলেন সামাজিক সংগঠন হিসেবে সন্ধানী স্বেচ্ছাসেবি সংঘ যে অসহায় পরিবারগুলোর পাশে দাড়ালো তা নিঃসন্দেহে এ সংগঠনটি প্রশংসিত হয়েছে। তিনি আরো বলেন সামাজিক সংগঠন কিংবা বিত্তবান ব্যক্তিরা যদি ‘সন্ধানী সেচ্ছা সেবী সংঘ’ সংগঠনের মত অসহায় পরিবার গুলোর পাশে দাড়ায় তাহলে শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তিতে বসবাস করতে পারবে।