দুই চেয়ারম্যান ও ছয় সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
প্রকাশিত হয়েছে : ১১:৪৮:০২,অপরাহ্ন ১৩ মে ২০১৬ | সংবাদটি ৫৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জে বুধবার ও বৃহস্পতিবার দু’দিন ছিল প্রার্থীতা বাছাইয়ের দিন। শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবারে দুই চেয়ারম্যান ও ছয় সদস্য প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে।কাজলসার ইউপিতে ফারুক আহমদ লোদী ও সুলতানপুর ইউপিতে আনোয়ার হোসেন হেলালীর মনোনয়ন পত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্ণিং অফিসারেরা।
রিটার্ণিং অফিসার মো: আব্দুস ছালাম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, তারা জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক চেয়ে মনোনয়নপত্র দাখিল করেন। সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, তারা ভূয়া প্যাড ও স্বাক্ষর ব্যবহার করেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার স্যার ও নির্বাচন অফিসারকে দেখানোর পর নিশ্চিত হয়ে বাতিল করেছি।তবে চাইলে তারা জেলা নির্বাচন অফিসার বরাবরে আপিল করতে পারবেন। আমি চেয়েছি ছোট-খাট ভূলের কারণে যাতে কোনো প্রার্থীর প্রার্থীতা যেনো বাতিল না হয়। কারণ অনেক আশা নিয়ে প্রার্থীতা দিয়েছেন তারা।
ব্যয় বিবরণীতে স্বাক্ষর না করায় বিরশ্রী ইউপির আব্দুল কাইয়ুম, খলাছড়া ইউপির ১নং ওয়ার্ডের মোস্তফা আহমদ, ৮নং ওয়ার্ডের করুনা মোহন রায়, জকিগঞ্জ ইউপির ৮নং ওয়ার্ডের বদরুল ইসলাম। প্রস্তাবকারি ও প্রার্থী একই ব্যক্তি হওয়াতে খলাছড়া ইউপির ৪নং ওয়ার্ডের আব্দুল মুকিত ও মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় জকিগঞ্জ ইউপির ৯নং ওয়ার্ডের মোস্তফা আহমদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। তবে তারা আপিলের মাধ্যমে তাদের প্রার্থীতার ফিরে পেতে পারেন।