ঝড়-শিলায় ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রবাসী মঈনের ঢেউটিন ও নগদ টাকা প্রদান
প্রকাশিত হয়েছে : ১২:০৫:১৩,অপরাহ্ন ১৪ মে ২০১৬ | সংবাদটি ৫১৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি জকিগঞ্জে ভয়াবহ ঝড় ও শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছেন অনেকেই। তাদের পাশে দাড়ালেন প্রবাসী মো: মঈন উদ্দিন (মনই)। সূদূর প্রবাসে থাকলেও জনপ্রিয় ও সর্বাধিক পাঠক প্রিয় জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমে পরিবেশিত সংবাদ তার দৃষ্টিগোচর হয়। নিউজ পোর্টালটির সম্পাদক এনামুল হক মুন্নার মাধ্যমে দরিদ্র ক্ষতিগ্রস্থ মানুষের তালিকানুযায়ী গাড়ি নিয়ে তাদের বাড়ি বাড়ি গিয়ে ঢেউটিন ও নগদ কিছু টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়। সাহায্য গ্রহণকারি সকলেই ভীষণ খুশি হবে বলে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিতরণকালে এনামুল হক মুন্না ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, প্রবাসীর ছোট ভাই নাজিম উদ্দিন, সংগঠক আব্দুর রউফ ফারুক, বুরহান উদ্দিন, বেবুল আহমদ, কামিল আহমদ তাপাদার, আলী হোসেন প্রমূখ।
জকিগঞ্জ পৌরসভার পীরেরচক গ্রামের স্বপ্না বেগম, পূর্ব মাইজকান্দি গ্রামের বিধবা হেনা বেগম, বিরশ্রী ইউনিয়নের মুমিনপুর গ্রামের নেছার আলী, বিধবা রছনা বেগম, লিয়াকতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জকিগঞ্জ ইউনিয়নের ভরণ গ্রামের আব্দুল গণি, মানিকপুর গ্রামের প্রতিবন্ধি সোলেমান আহমদ, তছু মিয়া, সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল গ্রামের গাড়ি চালক মরহুম অলিউর রহমানের স্ত্রী.., বারঠাকুরী ইউনিয়নের দরিয়াপুর গ্রামের আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম, কসকনকপুর ইউনিয়নের মৌলভীর চক গ্রামের আবুল কালাম।
প্রবাস থেকে মো: মঈন উদ্দিন (মনই)মুঠোফোনে জানান প্রবাসে থাকলেও মন পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। আমার প্রিয় বন্ধু জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্নার মাধ্যমে অনলাইনে প্রায়ই সংবাদ দেখে কষ্ট পাই। তাই সিদ্ধান্ত নেওয়া হলো যে, কয়েকজন দরিদ্র মানুষকে সহযোগিতা করা হবে। যথারীতি প্রকৃত দরিদ্র মানুষদের সহযোগিতা করায় খুব ভালো লাগছে। প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্থ এ দরিদ্র মানুষদের সহযোগিতা করা বিত্তবান সকলের দায়িত্ব ও কর্তব্য। ভবিষ্যতে আরও বেশি সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন এ প্রবাসী।