কী ভাবে করবে ফল পুনঃনিরীক্ষণের আবেদন
প্রকাশিত হয়েছে : ১২:২৩:৫২,অপরাহ্ন ১৫ মে ২০১৬ | সংবাদটি ৫৬০ বার পঠিত
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে গত ১২ মে থেকে শুরু হয়েছে, ১৮ মে পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করার নিয়ম: মোবাইল অপারেটর টেলিটক থেকে এ আবেদন করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে যেয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর) দেওয়া হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।