বজ্রপাতে নিহত স্কুল ছাত্র নাইম; প্রধান শিক্ষক যা বললেন
প্রকাশিত হয়েছে : ৮:৩২:০১,অপরাহ্ন ১৬ মে ২০১৬ | সংবাদটি ১১২৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বজ্রপাতে নিহত স্কুল ছাত্র নাইম আহমদের দাফন সম্পন্ন হয়েছে। ইছামতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র ও মানিকপুর ইউনিয়নের তোপখানা গ্রামের মছন আলীর পুত্র নাইমের জানাযা আজ সোমবার তোপখানা মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা এবাদুর রহমান। জানাযায় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে আটটার দিকে গরুর ঘাস তুলতে স্থানীয় মাঠে যায় নাইম। আকস্মিক বজ্রপাত হলে নাইম মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় প্রচন্ড আওয়াজে মাত্র ১০ফুট দূর থাকা লোকজন ভীতসন্ত্রস্থ হয়ে পড়েন। তারা দেখতে পান নাইমের বুক ও পেট ক্ষতবিক্ষত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে শত শত মানুষ ভির করেন। সকাল ১০টার দিকে নিজের বাড়িতে মরদেহ নেওয়া হলে স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মা, বাবা, ভাই-বোন বার বার মুর্ছা যান। স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও তাকে দেখতে বাড়ি যান। সব মিলিয়ে এলাকায় এক শোকাবহ পরিবেশ বিরাজ করে।
ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান মা-বাবার অতি আদরের ছেলে নাইম ছিল খুবই ভদ্র, শান্ত স্বভাবের। লেখাপড়ার পাশাপাশি বাবাকে কৃষি কাজ ও গরু চরাতে সহায়তা করতো সে। তার মৃত্যুতে সহপাঠি ও আমরা শিক্ষকরা শোকাহত। প্রতিবেশী ইলিয়াস আল হুমায়দী জানান, দরিদ্র পরিবারের ছেলে নাইম সকালে গরুর ঘাস তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়। তিন ভাই-দুই বোনের মধ্যে সে ছিল চতুর্থ। নিয়মিত বাবাকে সহযোগিতা করতো। সে ছিল খুবই কর্মঠ ও পরিশ্রমী। বড় ভাই রাজমিস্ত্রীর কাজ করেন।