বিয়ানীবাজারের মাসুমসহ দু’জনকে তিনমাসের সাজা দিলেন জকিগঞ্জের ইউএনও
প্রকাশিত হয়েছে : ১১:১১:৪২,অপরাহ্ন ১৮ মে ২০১৬ | সংবাদটি ৯১৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০এর ২৬ধারায় দু’জনকে তিনমাসের সাজা দিলেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম।
বিরশ্রী ইউনিয়নের লক্ষীবাজার বিজিবি কর্তৃক বিয়ানীবাজার উপজেলার আরিচ খা টিলা গ্রামের বেলাল উদ্দিনের পুত্র মাসুম আহমদ (২০), জকিগঞ্জ উপজেলার পূর্ব জামডহর গ্রামের মৃত সোরত আলীর পুত্র সেলিম আহমদ (৩০)কে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১৩মে এ সাজা দেওয়া হয়।