ঘুর্ণিঝড় রোয়ানুর প্রভাবে জকিগঞ্জে অবিরাম বৃষ্টিপাত
প্রকাশিত হয়েছে : ৫:৪৩:৩৪,অপরাহ্ন ২১ মে ২০১৬ | সংবাদটি ৯৭৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে জকিগঞ্জে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। শুক্রবার থেকে এ বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দূর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ।
রোয়ানুর প্রভাবে শুক্রবার থেকেই দেশের অনান্য স্থানের মত জকিগঞ্জজুড়ে গুঁড়িগুড়িঁ বৃষ্টি শুরু হয়। অতি বৃষ্টির কারণে রাস্তা-ঘাটে কম সংখ্যক মানুষ যাতায়াত করছেন। জকিগঞ্জ বাজার, কালিগঞ্জ বাজার, শাহগলী বাজারসহ উপজেলার ছোট-বড় বাজার গুলোতে ক্রেতা কম থাকায় ব্যবসা-বাণিজ্য স্তবির হয়ে পড়েছে। অফিস-আদালত, ব্যাংক-বীমায় সেবা গ্রহীতাদের উপস্থিতি ছিল খুব কম।
ঘুর্ণিঝড় রোয়ানু দেশের উপকুলীয় এলাকায় আঘাত হানায় জকিগঞ্জের মানুষও শংকিত। অন্যান্য এলাকায় জান-মালের ক্ষতি হওয়ায় গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন অনেকেই। এছাড়া ক্ষতিগ্রস্থ মানুষের জন্য মসজিদে মসজিদে দোয়া করা হচ্ছে।