জকিগঞ্জ বার্তার”মুখোমুখি” আজ হচ্ছেন কসকনকপুর ইউপি চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ১:৫২:৫১,অপরাহ্ন ২৩ মে ২০১৬ | সংবাদটি ৬৪২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: সর্বাধিক পাঠকপ্রিয় ও জনপ্রিয় সংবাদ মাধ্যম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের ”মুখোমুখি” হচ্ছেন ৮নং কসকনকপুর ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর। আজ সোমবার বিকেল ৫টায় ইউপি কক্ষে ”মুখোমুখি” হবো এ জনপ্রতিনিধির। অনুষ্ঠানে চাইলে আপনিও আমাদের সাথে অংশ নিতে পারেন। মুঠোফোন, অনলাইন বা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিগত ৫বছরের উন্নয়ন বা ইউনিয়নের সার্বিক বিষয়ে প্রশ্ন রাখতে পারেন চেয়ারম্যানকে।
এনামুল হক মুন্না
সম্পাদক
জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম
(zakiganjbarta24.com)
০১৭২৩৯৭৯৬১৬