প্রশাসনের কড়া নিরাপত্তায় জকিগঞ্জের ৯ইউপিতে ভোট গ্রহণ চলছে
প্রকাশিত হয়েছে : ২:১৩:০১,অপরাহ্ন ০৪ জুন ২০১৬ | সংবাদটি ৫৭৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর কড়া নিরাপত্তায় জকিগঞ্জের ৯টি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৮টা হতে দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন নারী-পুরুষ ভোটারগণ। তবে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়াতে ভোটারদের দূর্ভোগ বেড়ে গেছে। ভোটারদের সরব উপস্তিতিতে এক অন্য রকম উৎসব বিরাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কোখাও সমস্যা হয়নি। প্রতিটি ভোট কেন্দ্রে ৫-৬জন পুলিশ মোতায়েন রয়েছে। প্রতিটি ইউপিতে পুলিশের ৩টি মোবাইল কোর্ট রয়েছে। রয়েছে ৯জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। কেউ অনিয়ম করলেই আদালত তাকে জেল দিবেন। রয়েছে র্যাব, বিজিব, পুলিশ ও আনসার সদস্যগণ। জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল এর সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। কোথাও কোনো গোল যোগের খবর পাওয়া যায়নি।