আশা করেছিলাম তিনি সিম নিবন্ধন করবেন
প্রকাশিত হয়েছে : ২:০৮:৪৭,অপরাহ্ন ০৫ জুন ২০১৬ | সংবাদটি ৯০৬ বার পঠিত
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার সিম পুনঃনিবন্ধন করার আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম।
রোববার (৫ জুন) সচিবালয়ে সিম নিবন্ধন পরবর্তীতে এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তারানা হালিম বলেন, ‘বাংলাদেশের প্রায় ১১ কোটি ৬০ লাখ লোক সিম নিবন্ধন করেছে। এর মধ্যে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, সচিবসহ সবাই সিম নিবন্ধন করে নিয়েছেন। আমি আশা করেছিলাম, খালেদা জিয়া সিম নিবন্ধন করবেন। কিন্তু তিনি করেননি।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া এখনো নিবন্ধন করতে পারবেন। সেক্ষেত্রে তিনি প্রচলিত নিয়ম মেনে নিবন্ধন করবেন। এ ছাড়া তাকে নতুন সিম কিনতে হবে। তার নামে এখনও কোনো সিম নিবন্ধন হয়নি। জনগণ তার কাছে আরো সচেতন আচারণ আশা করেন।’
গতকাল ৪ জুন পর্যন্ত প্রায় ১১ কোটি ৬০ লাখ সিম পুনঃনিবন্ধন হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘বাকি যারা সিম নিবন্ধন করতে চান তারা প্রচলিত নিয়ম মেনে করতে পারবেন।’
সিম পুনঃনিবন্ধনের ফলে কী পরিমাণ অপরাধ ও ভিওআইপি ব্যবসা কমেছে তা জনগণের কাছে তুলে ধরার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিটিআরসিকে অনুরোধ করবেন প্রতিমন্ত্রী।
১ জুলাই প্রথম সপ্তাহে একটি জাতীয় পরিচয়পত্রের আন্ডারে কয়টি সিম নিবন্ধন হয়েছে তা জানিয়ে দেয়া হবে।
তারানা হালিম বলেন, ‘মোবাইল অপারেটরদের ওপর নতুন কর প্রত্যাহার করার জন্য আমি আগেই চিঠি লিখেছি। আজ আবার লিখব। প্রয়োজনে আমি নিজেই অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এটা প্রত্যাহার করার জন্য বলব। এটা ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অন্তরায়।