জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল এর এএসপি জ্যাতির্ময় সরকারের পদোন্নতি
প্রকাশিত হয়েছে : ২:১৬:২২,অপরাহ্ন ০৭ জুন ২০১৬ | সংবাদটি ৬৩১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল এর সহকারি পুলিশ সুপার (এএসপি) জ্যোতির্ময় সরকার পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার হিসেবে র্যান্ক বেইজ পেয়েছেন। সোমবার সকাল ১০টার দিকে সিলেট জেলা পুলিশের উদ্যোগে জেলা পুলিশ লাইনের শহীদ শামসুল হক মিলনায়তনে আয়োজিত মাসিক কল্যাণ সভায় জ্যোতির্ময় সরকারকে সিনিয়র সহকারি পুলিশ সুপার র্যান্ক বেইজ পরিয়ে দেন সিলেটের পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দক্ষিণ, অতিরিক্তি পুলিশ সুপার উত্তর, অতিরিক্ত পুলিশ সুপার জেলা পুলিশের বিশেষ শাখাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য: সিনিয়র সহকারি পুলিশ সুপার জ্যোতির্ময় সরকার সমাজের ভালো কাজে অংশ গ্রহণ করে ও সৎ অফিসার হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন। সম্প্রতি ঝড়-শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের সংবাদ জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমে পরিবেশিত হলে তিনি তাদের বাড়িতে গিয়ে খোজ খবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহযোগিতা করেন। পাশাপাশি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এসব ক্ষতিগ্রস্থ দরিদ্র মানুষকে সহযোগিতা করা হয়। সম্প্রতি আমলসীদ এলাকার একজন বয়স্ক প্রতিবন্ধিকে নগদ টাকা দেন। এবং তাকে প্রতিদিনের আয়ের ব্যবস্থা করবার উদ্যোগ নেবেন বলে জানা গেছে। বিশেষ করে বিগত ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলার প্রতিটি বাজারে স্থানীয় জনসাধারণকে নিয়ে সভা করেন। জনগণকে নির্ভয়ে ও শংকামুক্ত থেকে ভোট প্রদানে উদ্ধুব্ধ করেন তিনি।