দরিদ্রদের রমযান সামগ্রী ও ৫ মসজিদ-দারুল ক্বেরাত কেন্দ্রে টাকা দিল পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থা
প্রকাশিত হয়েছে : ২:৫১:০৮,অপরাহ্ন ১৩ জুন ২০১৬ | সংবাদটি ৬৭৯ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: প্রবাসীদের আর্থিক সহায়তায় গ্রামের দরিদ্রদের মধ্যে চাল, তেল, ছোলা, পেয়াজ ও ৪মসজিদে নগদ টাকা এবং দারুল ক্বেরাত কেন্দ্রে ইট দিল জকিগঞ্জের পাঠানচক প্রবাসী জনকল্যাণ সংস্থা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার উপদেষ্টা মো: বদর উদ্দিন খান। উপদেষ্টা, সাবেক প্রধান শিক্ষক লুৎফুর রহমান খানের পরিচালনায় বক্তব্য দেন সাংবাদিক এনামুল হক মুন্না, সংস্থার উপদেষ্টা আব্দুল বাছিত খান, আব্দুর রহমান মকু, মো: নূরুল ইসলাম খান, ইউপি সদস্য শামীম আহমদ খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামছুদ্দীন খান, ডা. আব্দুল মানিক, মখলিছুর রহমান, সৌদিপ্রবাসী আব্দুল বাছিত খান পারভেজ প্রমূখ। বক্তারা বলেন, পাঠানচক জনকল্যাণ সংস্থা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ, দরিদ্র বাবার কন্যা সন্তানদের বিয়েতে আর্থিক সহযোগিতা, অসুস্থদের চিকিৎসা ব্যয় নিশ্চিত করাসহ সামগ্রীক উন্নয়নে এলাকার মসজিদ, মাদ্রাসা, শিক্ষা-প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার মাধ্যমে মানবতার কল্যাণে এগিয়ে এসেছে। তাদের এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। প্রবাসীদের জন্য দোয়া করবো, যাতে তারা আরও বেশি করে অত্র এলাকার দরিদ্র মানুষকে সহায়তা করতে পারে। ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে ২৬জন দরিদ্রদের প্রত্যেককে ২৫কেজি চাল, পেয়াজ ৫কেজি, তেল ২লিটার, ছোলা ২কেজি বিতরণ করা হয়। গ্রামের ৪টি মসজিদের প্রত্যেক মসজিদে ৫হাজার টাকা করে ২০হাজার টাকা ও স্থানীয় দারুল ক্বিরাত কেন্দ্রের জন্য টাকা (৩হাজার ইট) প্রদান করা হয়।