অর্ধলক্ষাধিক টাকার পণ্য ও নগদ টাকা দান করলেন প্রবাসী মঈন উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৯:৩২:২১,অপরাহ্ন ২২ জুন ২০১৬ | সংবাদটি ৫২০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: অর্ধলক্ষাধিক টাকার বেশি রমযান-ঈদ ও নগদ টাকা বিতরণ করলেন কুয়েত প্রবাসী, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সমাজ কল্যাণ সম্পাদক, জকিগঞ্জের উত্তর বিলেরবন্দ গ্রামের মো: মঈন উদ্দিন মনই। নিজ বাড়িতে মঙ্গলবার দরিদ্র-অসহায় শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়। সংক্ষিপ্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না। নাজিম উদ্দিনের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুস ছালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রফিজ মিয়া ও জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলু প্রমূখ। বক্তারা বলেন, মঈন উদ্দিন মনই সমাজ সেবার মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের অফুরন্ত দোয়া পাবেন। তার এ অবদান মানুষ কখনও ভূলবে না। মহান আল্লাহ তাকে উত্তম বদলা দান করবেন। দেশ মাতৃকার টানে প্রবাসে থেকেও নিজের কষ্টার্জিত অর্থ দরিদ্র মানুষকে দান করে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। বক্তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত: প্রতিজনকে চাল, পেয়াজ, তেল, ময়দা, আলুসহ বিভিন্ন পণ্য সামগ্রী দেওয়া হয়।