আরব আমিরাত যুবলীগের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলুকে চৌধুরী বাজারে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২:০৬:১১,অপরাহ্ন ২৫ জুন ২০১৬ | সংবাদটি ৮২৬ বার পঠিত
সামাজিক ক্ষেত্রে এবং রাজনৈতিক অঙ্গণের বিভিন্ন ক্ষেত্রে সম্মান অর্জন করায় শুক্রবার রাতে জকিগঞ্জের কাজলশাহ ইউনিয়ের ছাত্রলীগ নেতা কর্মীর পক্ষ থেকে স্থানীয় ছাত্রলীগের কার্যালয়ে সংযুক্ত আরব আমিরাত যুবলীগের কেন্দ্রীয় পরিষদের সহ-সাধারণ সম্পাদক ও জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ শিবলুকে এক সংবর্ধনা প্রধান করা হয়। উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তাফিজ আহমদ এর সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা মেহেদি হেলালের উপস্থাপনায় সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক ইউ/পি আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল ওয়াহিদ, কাজলশাহ ইউ/পি সদস্য আব্দুল আহাদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ত্রান ও পূণর্বাসন বিষয়ক সম্পাদক ও উপজেলা সদস্য সচিব নুরুল আমিন সুলতান, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস বুদুর, উপজেলা ছাত্রলীগ নেতা এম সারওয়ার জাহান, রতনগঞ্জ ইউনিট ছাত্রলীগ সভাপতি বাবর হোসাইন চৌধুরী, কাওছার আহমদ চৌধুরী, আলী হোসেন, সুহেল আহমদ, এম এ করীম প্রমুখ। সংবর্ধনার জবাবে রুবেল আহমদ শিবলু আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ঐক্যবদ্ধভাবে দলের কাজকে ত্বরান্তিক করার উদাত্ত আহ্বান জানান। বিজ্ঞপ্তি