পবিত্র জুমাতুল বিদা পালিত
প্রকাশিত হয়েছে : ৬:১৩:২২,অপরাহ্ন ০২ জুলাই ২০১৬ | সংবাদটি ৭৫৫ বার পঠিত
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার জুমাতুল বিদা পালন করেছে সিলেটের মুসলিম সম্প্রদায়। সিলেট নগরীর মসজিদগুলোতে বিশেষ মোনাজাত, দেশ-জাতির কল্যাণ ও শান্তি কামনা করে দোয়া, মাগফিরাত কামনা করা হয়।
শুক্রবার বা জুমার দিন মুসলমানদের কাছে ধর্মীয় বিবেচনায় বিশেষ দিন। পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা মুসলমানদের জন্য অতি মূল্যবান। এদিন তারা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেন। জকিগঞ্জ জামে মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে জুমাতুল বিদায় দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুুফতি আবুল হাসান।
তাৎপর্যপূর্ণ এ দিনটি আল-কুদস দিবস হিসেবেও পালিত হয়। প্রতিবছর রমজান মাসের শেষ শুক্রবার সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা বায়তুল মোকাদ্দাসে ইহুদিদের অবৈধ দখলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করেন।