ছাব্বিরের উপর হামলার প্রতিবাদে কালিগঞ্জে মিছিল
প্রকাশিত হয়েছে : ৪:৩৩:০৯,অপরাহ্ন ০২ জুলাই ২০১৬ | সংবাদটি ১২১৩ বার পঠিত
ছাত্রলীগ নেতা ছাব্বির অাহমদের উপর হামলার প্রতিবাদে স্থানীয় কালীগন্জ বাজারে গতকাল বিক্ষোভ মিছিল করেছে জকিগন্জ উপজেলা ছাত্রলীগ।মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগ নেতা মালেক অাহমদ এর সভাপতিত্বে ও দেলোয়ার টালুকদার এর পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগ নেতা শরিফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগ নেতা জাকির হোসেন, তামিম ইকবাল রশিদ,লিমন অাহমদ,অারিয়ান অাজকার,অার জে রিপন,সাকিল অাহমদ, জাহেদ অাহমদ,টিপু সুলতান,কামরুল ইসলাম,কলেজ ছাত্রলীগ নেতা,জাহেদ অাহমদ,মারুফ অাহমদ,মিজান অাহমদ, ইমন অাহমদ,প্রমুখ। বক্তারা ছাব্বির রহমানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে, অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানান। বিজ্ঞপ্তি