পল্লীবিদ্যুতের গাফিলতি; শবে ক্বদর অন্ধকারে পালন করলেন জকিগঞ্জ বাসী
প্রকাশিত হয়েছে : ৪:৫১:১৯,অপরাহ্ন ০৩ জুলাই ২০১৬ | সংবাদটি ৫০০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: পল্লী বিদ্যুতের সীমাহীন গাফিলতির কারণে শবে ক্বদর অন্ধকারে পালন করলেন জকিগঞ্জের হাজার হাজার মানুষ। শনিবার সন্ধ্যার কিছু আগে থেকে এখন (রাত সাড়ে ৪টা) পর্যন্ত বিদ্যুৎবিহীন জকিগঞ্জ।অন্তত শবে ক্বদরের রাতে মুসল্লিদের সুবিধার্তে যে কোনো মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার প্রয়োজন ছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। অথচ পল্লীবিদ্যুতের গাফিলতির কারণে এমনটাই হয়েছে বলে মনে করেন ভূক্তভোগীরা। জকিগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ইসহাক আলী জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোলাপগঞ্জ থেকে শেওলা পর্যন্ত ৩৩কেভি লাইনের কোনো এক জায়গায় সমস্যা হয়েছে। রাত হওয়াতে কাজ করতে পারছি না। অথচ বিরশ্রী, ঈদগাহ বাজার ও খলাছড়া এলাকাসহ জকিগঞ্জের একটি অংশে বিদ্যুৎ ছিল। কিন্তু ডিজিএম তাদের (জকিগঞ্জের অভ্যন্তরীন লাইনে) সমস্যার কথা না জানিয়ে ৩৩কেভি লাইনের (বাহিরের) কথা বললেন।যাতে ভূক্তভোগীরা বুঝতে পারেন যে, তাদের ক্ষমতার বাহিরে হওয়াতে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। একদিকে পল্লীবিদ্যুতের গাফিলতি, অন্যদিকে অন্ধকার হওয়াতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভূক্তভোগীরা। শবে ক্বদর হওয়ায় মসজিদে মুসল্লির সংখ্যা ছিল অন্য দিনের চাইতে বেশি। মাগরিব, এশা, তারাবিহ ও ফজর নামাজ বিদ্যুৎবিহীন পড়তে হয়েছে। এতে জনজীবন চরম বিপর্যস্থ হয়ে পড়েছে।