জকিগঞ্জ বাজারের অব্যবস্থাপনা, বড় বড় গর্ত, চলাচলে চরম বিরক্তি; পৌরসভার নেই উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ৯:২১:৪৬,অপরাহ্ন ০৩ জুলাই ২০১৬ | সংবাদটি ৭৮৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ উপজেলা সদর ও পৌরসভার সব চেয়ে গুরুত্বপূর্ণ বাজারটি আজ নানা কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বাজারটিতে বড় বড় গর্ত, গর্তে জমে থাকা নোংরা পানি, অনেক স্থানে পিচের উপর কাদা মাটি। সব মিলিয়ে পুরো বাজারে হাটতে পারছেন না পথচারিরা। চলাচলে চরম বিরক্তি প্রকাশ করছেন কেউ কেউ। এতে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। আর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ব্যবসায়ী। মানুষ বাধ্য হয়ে অন্য বাজার বা সিলেট শহরে গিয়ে ঈদ মার্কেট করছেন। কেউ কেউ নিরুপায় হয়ে জকিগঞ্জ বাজারে প্রয়োজনীয় কেনাকাটা করছেন।যেখানে সেখানে ময়লা আবর্জনা, যত্রতত্র গাড়ি পার্কিং, এলোপাতাড়ি গাড়ি রাখাসহ পুরো বাজারে অব্যবস্থাপনার শেষ নেই।ব্যবসায়ীরা জানান সমন্বিত উদ্যোগের মাধ্যমে জকিগঞ্জ বাজারকে আকর্ষণীয়, সৌন্দর্য্য বর্ধনকারি, পরিচ্ছন্ন করা উচিত। যেহেতু উপজেলা সদর, পৌরসভা অবস্থিত, সেহেতু এ বাজারের উন্নয়নে সব চেয়ে বেশি গুরুত্ব পৌরসভাকে দিতে হবে। কিন্তু পৌরসভা নির্বিকার হয়ে চেয়ে আছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পৌরসভা কর্তৃপক্ষের এটি কোনো কাজ নয়। বর্তমান পরিষদের ৬মাস অতিবাহিত হলেও দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়েনি। বাজারটির এ দূরবস্থা পরিবর্তনে পৌরসভা কর্তৃপক্ষের কোনো উদ্যোগও নেই। মেয়র হাজী খলিল উদ্দিন জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পৌরসভার প্রকৌশলী না থাকায় ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় কোনো কাজ করতে পারছি না। কোথাও কর্জ হিসেবে টাকা পেলে বাজারের গর্ত ভরাট করা হবে। প্রধান সহকারি মো: মনিরুজ্জামান বলেন, ঈদের আগে বাজার উন্নয়নের পরিকল্পনা নেই।