ফুলতলী ছাহেব কিবলা র. বাহবা পাওয়ার জন্য তালামীয প্রতিষ্ঠা করেননি? ———-রেদ্বওয়ান আহমদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৭:০১:১০,অপরাহ্ন ০৪ জুলাই ২০১৬ | সংবাদটি ৯০৬ বার পঠিত
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অর্থ সম্পাদক রেদ্বওয়ান আহমদ চৌধুরী, বলেছেন, আল্লামা ফুলতলী সাহেব কিবলাহর (র)বাহবা পাওয়ার জন্য বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া প্রতিষ্টা করেন নি? বরংতিনি তরুণ ছাত্র সমাজকে রাসূল (সা:) এর আর্দশে প্রতিষ্টিত করার জন্য এ সংগঠন করেছেন, আমাদের উচিত রাসূল (সা:) এর আর্দশে আদর্শিত হয়ে একটা সুষ্ট সুন্দর উজ্জুল সমাজ প্রতিষ্ট করেন, গত ২৩ রামাদ্বান ২৯ শে জুন রোজ-বুধবার,বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি কামিল মাদরাসা,ইছামতি ডিগ্রী কলেজ ও ৯নং-মানিকপুর ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে ইছামতি কামিল মাদরাসা কনফারেন্স হলে রামাদানের তাৎপর্যশীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির ব্যক্তব্য দানকালে উপরিক্ত কথাগুলো বলেন । ইছামতি কামিল মাদরাসার ফতোত্তয়া বিভাগের প্রধান মুফতি আছদ্দর আলী চানপুরী হুজুরের সভাপতিত্বে ইছামতি কামিল মাদরাসার তালামীযের সাধারণ সম্পাদক আকবর আহমদ চৌধুরী এবং মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি আহমদ হোসাইন আইমান -এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন : ইছামতি কামিল মাদরাসার তালামীযের মো: মাহতাম উদ্দিন,কালামে পাক থেকে তেলাওয়াত করেন আব্দুল বাছিত ,নাতে রাসূল পাঠ করেন ফজল আহমদ ও শানে মুরশিয়া পরিবেশন করেন হবিবিয়া শিল্প গোষ্টর সদস্য বৃন্দ। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন : ইছামত কামিল মাদরাসার উপাধক্ষ্য মাও: মো: শিহাবুর রহমান চৌধুরী,জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাও: আব্দুল কাদির জিহাদী, আল ইসলাহ বাহরাইন শাখার সহ সভাপতি আব্দুল বাছিত, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আব্দুল মুকিত , সহ সাধারণ সম্পাদক মো: সুফিয়ান, মানিকপুর ইউ/পির নবনির্বাচিত চেয়ারম্যান মাহতাব হোসেন চৌঃ, মানিকপুর ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সস্পাদক মাও: শাহিন আহমদ, ইছমতি কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওঃ ওয়ারিছ উদ্দিন তাপাদার, আতিকুর রহমান ছিদ্দিকি, মাষ্টার মাশুক আহমদ, বিশিষ্ট সমাজ সেবক সারওয়ার হোসেন চৌধুরী রাজা, ইছামতি কামিল মাদরাসার সাবেক ভিপি দেলওয়ার হোসাইন চৌঃ, ইছামতি ডিগ্রী কলেজের সভাপতি মোঃ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক রশিদ আহমদ, মানিকপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক মায়রুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাহেল আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ চৌঃ, ইছামতি ড্রিগ্রী কলেজের সাবেক সভাপতি হোসাইন আহমদ, কাজলশাহ ইউনিয়ন তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুকিত, বারঠাকুরী ইউনিয়ন তালামীযের সভাপতি তাহের আহমদ, কসনকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি ছাদিকুর রহমান, উপস্থিত ছিলেন। আব্দুল বাছিত, সুমন আহমদ, জাকির আহমদ, ফারুক আহমদ, কবির আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি