বারহালে মহিদপুর দিঘীরপাড় জামে মসজিদে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৬:০০:০৩,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৬ | সংবাদটি ১০৭২ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট : বারহালে মহিদপুর দিঘীরপাড় জামে মসজিদে পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল সম্পন্নজকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের মহিদপুর দিঘীরপাড় জামে মসজিদে মাসব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষন সমাপনী উপলক্ষে পুরস্কার প্রদান ও ইফতার মাহফিল গত ২৮ রমজান সোমবার মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
শাহবাগ মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা কমর উদ্দিন সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আল্লামা আব্দুল বাছিত সাহেব, বদর পুর,ভারত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সেক্রেটারী মাওলানা মখলিছুর রহমান,জকিগঞ্জ দারুল হিকমাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দিন তাপাদার,খেলাফত মজলিস বারহাল ইউ পি শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিক,জামেয়া ইসলামিয়া জুলাই মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সালাম,জুলাই মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইসমাইল হোসেন লক্ষিপুরী,খেলাফত মজলিস কানাইঘাট পৌরসভার সেক্রেটারি জনাব শাব্বির আহমদ,জকিগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ বুলবুল রায়পুরী,সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড মেম্বার সুমন আহমদ চৌধুরী,৪নং ওয়ার্ড মেম্বার সুনাম উদ্দিন,শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান সহ প্রমুখ।