ঈদে জকিগঞ্জের বরাক মোহনা, সামাদ বাগান বাড়ি ও কাস্টমঘাটে বিনোদন প্রেমিদের ভির
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:৩০,অপরাহ্ন ০৯ জুলাই ২০১৬ | সংবাদটি ৯১২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জকিগঞ্জের বিনোদন স্পট গুলোতে দর্শনার্থীদের ভির ছিল লক্ষ্যনীয়। শিশু, কিশোর, যুবক-যুবতী মিলে বিনোদন প্রেমিরা সেল্ফি, গ্রুপ ছবি তুলতে ছিল ব্যস্ত ছিল। অনেকেই পরিবারের সকলকে নিয়ে বেড়াতে আসেন। সুরমা, কুশিয়া্রা, তিন নদীর মিলনস্থল বরাক মোহনায় ভির ছিল বেশি। সামাদ বাগান বাড়িতে দেখার কিছু একটা রয়েছে। সারি সারি পাম গাছ, পানির লেক, একতলা বাংলো উল্লেখ যোগ্য। কাস্টমঘাটে ঈদকে কেন্দ্র করে ভ্রমণ পিপাসুদের ভির একটু বেশি। কিন্তু প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণকারিদের উপস্থিতি সেখানে থাকে। ভ্রমণকারিরা জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাস্তব অর্থে জকিগঞ্জে একটি পার্ক থাকা দরকার ছিল। কিন্তু সেটি না থাকায় বরাক মোহনা, সামাদ বাগান বাড়ি ও কাস্টঘাটে বেড়াতে যাই। তবে বিনোদন স্পট গুলো খুব ভালো। কারণ প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য্যই আলাদা।