বিয়ানীবাজারে দুর্বৃত্তদের হামলায় কার চালক জামাল ছুরিকাহত
প্রকাশিত হয়েছে : ১২:০৮:৩৯,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৬ | সংবাদটি ৯৫২ বার পঠিত
শহিদুল ইসলাম সাজুঃ বিয়ানীবাজার সরকারি কলেজের গেইটে গাড়ি আটকিয়ে কারের চালককে ধরে নিয়ে কতিপয় যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যায় । পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে যান। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা আহত জামাল উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে জরুরি ভিত্তিতে হস্তান্তর করেছেন বলে জানা যায়। কারচালক জামাল উদ্দিন বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের ফজির উদ্দিন বলাই মিয়ার পুত্র। তিনি মাথিউরা ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী । খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি । তবে পরিবার মামলা করার প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা ।
প্রত্যক্ষদর্শীরা ও হাসপাতাল সুত্রে জানা গেছে, তার দুই হাতের বাহুতে ছুরিকাঘাত করা হয়। তবে অনেকেই উদ্দ্বেগ প্রকাশ করেছেন কলেজের ভিতরে নিয়ে এরকম ঘটনা ঘটানোয়। ঘটনার খবর পেয়ে কারচালকরা ঘটনাস্থলে জড়ো হন। তারা এ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবী করেন। তবে ঘটনার কারন তার পরিবারের সদস্যরা দাবী করেন, গত রমজানে কসবা গ্রামের ছিদ্দিকুর রহমানের সাথে রিকশা-কারের সংঘর্ষের জের ধরে কথা কাটাকাটি হয়। আজ দুপুর ১ ঘটিকার দিকে জামাল উদ্দিনকে বিয়ানীবাজারে একা পেয়ে ছিদ্দিকুর রহমান সহ আরো ৮/৯ জনের একটি গ্রুপ জামাল উদ্দিনকে ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়।