ফেঞ্চুগঞ্জ নিউজ টুয়েন্টিফোর ডটকমের যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ৩:৩১:৩০,অপরাহ্ন ২৩ ফেব্রুয়ারি ২০২১ | সংবাদটি ৪৭ বার পঠিত
“সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ” এই স্লোগানকে সামনে রেখে সিলেটের ফেঞ্চুগঞ্জে আত্মপ্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ফেঞ্চুগঞ্জ নিউজ টোয়েন্টিফোর ডটকম।
সোমবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে আনুষ্ঠানিক ভাবে পত্রিকাটি যাত্রা শুরু করে।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সমাজকর্মী মারুফ বিন মারুফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, এনটিভি ইউরোপ’র ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাপ্পু,ফেঞ্চুগঞ্জ বার্তার নির্বাহী সম্পাদক বদরুল আমীন, সিলেট মিররের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি শহিদ আহমদ চৌধুরী জুলহান।
বক্তারা অনলাইন পত্রিকাটির সাফল্য কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিএনএন টিভির ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আরকে দাস চয়ন, একাত্তরের কথার ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আসিফ ইকবাল ইরন, দৈনিক উত্তরপূর্বের বালাগঞ্জ প্রতিনিধি তারেক আহমদ, দৈনিক উত্তরপূর্বের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি রুমেল আলী, লিবার্টি টিভির ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি মো. শাহজাহান আহমদ, বিজয়ের কন্ঠের ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি এমরান আহমদ, সমাজকর্মী, শাহরিয়ার নাজিম, ইকবাল আহমদ লিমন, পাবেল আহমদ, সাইফুল ইসলাম পাপ্পু, নাবিদ আহমদ, রাজা আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারি মিনহাজ উদ্দিন।