জকিগঞ্জে বীমা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ৭:৫৭:৫৬,অপরাহ্ন ০১ মার্চ ২০২১ | সংবাদটি ৩৮৪ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
সিলেটের জকিগঞ্জ উপজেলায় জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে। মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার এই স্লোগানে মানববন্ধন ও আলোচনা সভা সোমবার বেলা ১১টাট দিকে অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী-বেসরকারী প্রতিষ্ঠানের লোকজনসহ সাধারণ মানুষও অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস ছবুর, ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স এর আছলাম উদ্দিন, পপুলার লাইফ ইন্সুরেন্স এর মওদুদ আহমদ, মেঘনা লাইফ ইন্সুরেন্স এর আফিয়া বেগম প্রমূখ। বক্তারা বলেন বীমা দিবসের গুরুত্ব অপরীসীম। কারণ বীমা অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’