২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ৬:১৯:০৫,অপরাহ্ন ২৫ মার্চ ২০২১ | সংবাদটি ৪৩০ বার পঠিত
২৫শে মার্চ ইতিহাসের ভয়াল গণহত্যা দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে গণহত্যা দিবসের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালাম ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. বেলাল ।
২৫. ০৩. ২০২১