জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতি জকিগঞ্জ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ২:২২:৩৫,অপরাহ্ন ১৬ আগস্ট ২০২১ | সংবাদটি ৪২১ বার পঠিত
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জকিগঞ্জ ছাত্রলীগ
রোববার সকাল ১০ টায় জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি বাবর হোসাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা উদ্দিন তাপাদার, পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল আমিন, শাবিপ্রবি ছাত্রলীগের তানভির আল হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, মহি উদ্দীন শাকেল, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রাহাত ও পৌর ছাত্রলীগের ৩নং ওয়ার্ড শাখার সভাপতি মাহফুজুর রহমান সাকিব প্রমুখ।