জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের শয্যাপাশে হাফিজ মজুমদার এমপি
প্রকাশিত হয়েছে : ২:৩৪:২১,অপরাহ্ন ২৫ অক্টোবর ২০২১ | সংবাদটি ৩০০ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের কালিগঞ্জে সম্প্রতি সংঘটিত ঘটনায় গুরুতর আহত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোস্তুফা উদ্দিনকে শুক্রবার বিকেলে সিলেটের রাগীব রাবেয়া হাসপাতালে দেখতে যান জকিগঞ্জ কানাইঘাটের সংসদ সদস্য, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাফিজ আহমদ মজুমদার। তিনি বেশ কিছু সময় তাঁর শয্যাপাশে অবস্থান করে চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, ছাত্রলীগ নেতা তানভির আল হাসান ও জুবায়ের আহমদ।