বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ৮:১৭:২৩,অপরাহ্ন ১০ নভেম্বর ২০২১ | সংবাদটি ৩৪২ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সমাবেশ বুধবার বিদ্যালয়ের একটি হলে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক জায়েদ আহমদের সভাাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। শিক্ষক খালেদ আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মোশতাক আহমদ চৌধুরী। সমাবেশে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, গন্যমান্য ব্যক্তি ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের জন্য মোনাজাত করা হয়।