জকিগঞ্জে ২০২ পিস ইয়াবাসহ মহিলা আটক, স্বামী পলাতক
প্রকাশিত হয়েছে : ১২:৩৪:৪৬,অপরাহ্ন ১৭ নভেম্বর ২০২১ | সংবাদটি ১৫২৭ বার পঠিত
- ২০২ পিস ইয়াবাসহ মিনারা বেগম নামের এক মহিলাকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। আটককৃত মিনারা বেগম উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহার মহলের ফারুক আহমদের স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার ভোরে জকিগঞ্জ থানার এসআই মোহন রায়, এসআই বজলুর রশিদ, এএসআই মখলিছ মিয়া ও ফোর্সসহ জকিগঞ্জ থানাধীন ০৪ নং খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল ফারুক আহমদের বসতঘরে অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ মিনারা বেগম (৩৫) কে আটক করা হয়। আটককৃত মিনারা বেগম জিজ্ঞাসাবাদকালে জানায় ইয়াবা ট্যাবলেটগুলো তার স্বামী ফারুক আহমদ বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিল। এ বিষয়ে মিনারা বেগম ও পলাতক আসামি ফারুক আহমদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে । উল্লেখ্য যে পলাতক আসামি ফারুক আহমদের বিরুদ্ধে জকিগঞ্জসহ বিভিন্ন থানায় মোট ০৮টি মাদক মামলা রয়েছে।