জকিগঞ্জ-সিলেট সড়কে বাস ভাড়া বৃদ্ধি; প্রতিবাদ অব্যাহত
প্রকাশিত হয়েছে : ১২:৪০:৩৯,অপরাহ্ন ০৪ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ২৩৩ বার পঠিত
জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের আহ্বানে জকিগঞ্জ-সিলেট সড়কে বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও বিআরটিসি বাস চালুর দাবিতে পূর্ব নির্ধারিত কর্মসূচী-আজ শুক্রবার বাবুর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের আহ্বায়ক ক্বাজি হিফজুর রহমানের সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব মাসুম আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের সদস্য সচিব এম আজমল হোসেন, উপদেষ্টা মাওলানা মুখলিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা কে এম মামুন, বুরহান উদ্দিন মুক্তা, হাসান আহমদ, আব্দুল কুদ্দুছ, আব্দুল কাইয়ুম, যুগ্ম সদস্য সচিব খায়রুল ইসলাম মুন্সি, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, জাপা নেতা আনোয়ার খান, আব্দুল আহাদ, আব্দুস সালাম, ছাত্রনেতা এহসান মো. শামীম, মাজেদ আহমদ।