- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন জকিগঞ্জের পাঁচ নারী
শ্রেষ্ঠ জয়িতা পুরস্কার পেলেন জকিগঞ্জের পাঁচ নারী
প্রকাশিত হয়েছে : ৭:১৬:১৪,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৩১৯ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে জকিগঞ্জে পাঁচ নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পাঁঁচ জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে এবং ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) পল্লব হোম দাস, থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।
শ্রেষ্ঠ পাঁচজন জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হেপি রানী দাস, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোছা. রহিমা বেগম, সফল জননী নারী সৈয়দা মমতাজ বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছা. সালমা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জোসনা খানম।