জকিগঞ্জে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা ও নির্বাচন আচরণ বিধি অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ৯:৩১:০৫,অপরাহ্ন ২১ ডিসেম্বর ২০২১ | সংবাদটি ৪১০ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জে ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৯ইউনিয়নে সকল প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা ও নির্বচন আচরণ বিধি অবহিতকরণ সভা মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার। উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকিবের উপস্থাপনয় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম। বক্তব্য দেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী সহ অনেক প্রার্থী।
সভায় প্রার্থীরা মুক্ত আলোচনা করেন। তাদের জবাবে অতিথিবৃন্দ বলেন আসন্ন নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হবে। প্রার্থীদেরও আচরণ বিধি মেনে চলতে আহ্বান জানান।