হাজী তৈয়ব আলী বালিকা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১০:২৩:৫০,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০২২ | সংবাদটি ১৫৫ বার পঠিত

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জের হাজী তৈয়ব আলী বালিকা আলিম মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ শনিবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পপতি ও শিক্ষানুরাগী, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুদ্দীন খালেদ। সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক আব্দুস ছুবহান। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ।
বক্তব্য দেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য আহমদ মনসুর আলম, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোস্তুফা আহমদ, প্রবীণ শিক্ষক আতাউর রহমান, অভিভাবক সদস্য আব্দুল হান্নান, ইবতেদায়ী প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রকিব, মাস্টার এনামুল হক। শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে হাফিজা আক্তার, তাহমিনা আক্তার, শামীমা আক্তার, শেলী আক্তার।
প্রধান অতিথি বলেন অতিসম্প্রতি দাখিল পরীক্ষার ফলাফলে ৩২ জনের মধ্যে ২৭ জন উত্তীর্ণ হয়েছেন। উপজেলার মধ্যে সেরা ফলাফল অর্জন করায় অধ্যক্ষ, সকল শিক্ষক, অভিভাবক ও কৃতি শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে দাখিল পরীক্ষা সহ সকল শ্রেণির ফলাফল এবং মাদ্রাসার সার্বিক উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।