- প্রচ্ছদ
- জকিগঞ্জবার্তা
- জাতীয় সমাজসেবা দিবসে জকিগঞ্জে ভ্যান গাড়ি ও হুইলচেয়ার বিতরণ
জাতীয় সমাজসেবা দিবসে জকিগঞ্জে ভ্যান গাড়ি ও হুইলচেয়ার বিতরণ
প্রকাশিত হয়েছে : ৭:২৬:৩১,অপরাহ্ন ০২ জানুয়ারি ২০২৩ | সংবাদটি ১৬১ বার পঠিত
জাতীয় সমাজসেবা দিবসে জকিগঞ্জে ভ্যান গাড়ি ও হুইলচেয়ার বিতরণ
জকিগঞ্জ প্রতিনিধি
“উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়ব সমাজসেবায়’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের জকিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক বণার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. কে. এম. ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র আব্দুল আহাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, কসকনকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ লস্কর।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ ও সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার সমাজসেবাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সমাজসেবা খাতে আমূল পরিবর্তন হয়েছে। বিভিন্ন ভাতার আওতায় আসছে উপকারভোগীরা।
আলোচনা সভা শেষে সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে ২৪জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার এবং ভিক্ষুকদের পূনর্বাসনের জন্য দুইটি ভ্যান গাড়ি (ভ্রাম্যমাণ দোকানের মালামাল সহ) বিতরণ করা হয়।