দুই লক্ষাধিক টাকা বিতরণ করেছে জকিগঞ্জের বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসীকল্যাণ সংস্থা
প্রকাশিত হয়েছে : ৫:৪৬:২৮,অপরাহ্ন ১০ এপ্রিল ২০২৩ | সংবাদটি ৩৬০ বার পঠিত
জকিগঞ্জ প্রতিনিধিঃ অন্যান্য বছরের ন্যায় এবারও দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে দুই লক্ষাধিক টাকা বিতরণ করেছে জকিগঞ্জের বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসীকল্যাণ সংস্থা। সোমবার দুপুর সাড়ে ১২ টায় ইছামতি উচ্চ বিদ্যালয়ে বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ওবৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইফজালচৌধুরী। রুপালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক জাকারিয়া স্বপনেরসঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংস্থার সদস্য, শিক্ষক কামাল আহমদ। প্রধানঅতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী।
বক্তারা মহতি এমন উদ্যোগের জন্য বৃহত্তর ইছামতি কালিগঞ্জ প্রবাসী কল্যাণসংস্থার সভাপতি আলম উদ্দিন ও সাধারন সম্পাদক ফেরদৌস আহমদলস্কর সহ স্থায়ী কমিটি ও কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসাকরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানমাওলানা আব্দুস ছবুর, ইছামতি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যনুরুল আমিন চৌধুরী রিলন, সিনিয়র শিক্ষক সজল কুমার পুরকায়স্থ, ইছামতি কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাও: আওয়ারিছ উদ্দিন, সাবেকব্যাংক কর্মকর্তা মো. আব্দুল্লাহ, সংগঠক আহমদ আল রেজা চৌধুরী ছায়েক, সদস্য শাহীন তালুকদার, জাকির হোসেন, ফজলুল করিম চৌধুরী সজল।
এছাড়া সংস্থার পক্ষ থেকে প্রবাস ফেরত সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ লস্কর, সমাজ কল্যাণ সম্পাদক রুহুল আমীন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক জালাল সিদ্দিকী , সদস্য জাকির হোসেনরাজ সহ সদস্য ক্বাজী আখতার হোসেন রাজুকে সংবর্ধনা প্রদান করা হয়।