ফুলতলী ছাহেব র. এর ঈসালে সাওয়াব মাহফিলে বয়ান চলছে
প্রকাশিত হয়েছে : ৫:২২:৫৮,অপরাহ্ন ১৫ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১০০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: রইসুল কুররা, আয়নায়ে জামালে আহমদী, পীরে কামিল আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা র. এর ৮ম ঈসালে সাওয়াব মাহফিলে বয়ান পেশ করছেন প্রখ্যাত আলেমরা। শুক্রবার সকাল ১০টায় মাজার জিয়ারত, ক্বোরআন খতম ও মিলাদ শরীফের মাধ্যমে মাহফিল শুরু হয়। ইতোমধ্যে বয়ান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেছেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। বয়ান পেশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসাইন ও মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী, মাওলানা আবু নছর জিহাদী, আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব মাওলানা একে এম মনোহর আলী, তালামীযে ইসলামীয়ার কেন্দ্রীয় সভাপতি মো: ফখরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেল থেকে দেশের বিভিন্ন প্রান্থ হতে ছাহেব ক্বিবলা র. ভক্তরা আসছেন। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ স্পেন, লন্ডন, ভারতসহ অন্যান্য দেশ থেকেও অনেকেই মাহফিলে এসে পৌছেছেন। মাগরিবের নামাজের পর পরই বরেণ্য আলেমগণ ও দ্বীনদার বুদ্ধিজীবীরা আলোচনা রাখবেন।