ফুলতলীতে জনসমাগম বাড়ছে; নিরাপত্তা জোরদার, পুরো এলাকায় শান্তির আবহ
প্রকাশিত হয়েছে : ১:৫৫:৩১,অপরাহ্ন ১৬ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৯১২ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: পীরে কামিল আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা র. এর ৮ম ঈসালে সাওয়াব মাহফিলে লাখো মানুষের ঢল নেমেছে। এ জন্য পুরো এলাকায় শান্তির আবহ সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ১০টা হতে এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত প্রখ্যাত আলেমগণ ও পেশাজীবীরা আলোচনা রাখেন। বেলা বাড়ার সাথে সাথে মানুষের সমাগম বেড়েই চলেছে। দেশের বিভিন্ন স্থান হতে এখনো লোকজন আসছেন মাহফিলে। কার, মাইক্রোবাস, বাস-মিনিবাস, পাজারো, জিপ গাড়ির স্রোত যেনো বইছে জকিগঞ্জের ফুলতলী ছাহেব বাড়িতে। আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী নসিহত, তাওবা ও দোয়া পরিচালনা করেছেন।
মাহফিল বিষয়ে মাওলানা হুছামউদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী জকিগঞ্জ বার্তাকে বলেন এবারে লোক সমাগম বেশি হয়েছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী ৫থেকে ৬লক্ষ মানুষ মাহফিলে অংশ নিয়েছেন। আর দু’লক্ষ মানুষের খাবার পরিবেশন করা হচ্ছে বলে তিনি জানান।
সার্বিক নিরাপত্তা দেখতে আসেন সিলেটের অতিরিক্ত ডিআইজি ড. আলী আক্কাস, অতিরিক্ত পুলিশ সুপার মো: নায়মুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম প্রমূখ। তারা নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সওকত হোসেন জকিগঞ্জ বার্তাকে জানান ২শ ৩৭জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। কোথাও নিরাপত্তার ঘাটতি নেই। সিসি ক্যামেরা বসানো হয়েছে। বলা যায় মাহফিলকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।