বারহালে শাহজাহান উদ্দিন মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:৩৮:৪৫,অপরাহ্ন ১৭ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১১৯৫ বার পঠিত
বারহাল করেসপন্ডেন্ট: জকিগঞ্জ উপজেলার বারহালে শাহজাহান উদ্দিন মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০১৬ এর উদ্বোধনী খেলা গতকাল শনিবার বিকাল তিন ঘটিকার সময় বুরহান পুর ফার্ম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
বি এফি সি জুনিয়র ক্লাব বুরহান পুরের আয়োজনে টুর্নামেন্ট এর প্রতিষ্ঠাতা শাহজাহান উদ্দিনের সভাপতিত্বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আঞ্চলিক শাখার ধারাভাষ্যকার মাজহারুল ইসলাম মাজেদ এর ধারাবিবরণীতে, শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের ছাত্ররা পতাকা প্রদর্শন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় গ্যালারীর চারি দিকে শত শত মানুষের উপস্থিতিতে চারটি দলের খেলা অনুষ্টিত হয়।
তিন ঘটিকার সময় বি এফ সি জুনিয়র ক্লাব বনাম টু ষ্টার ক্লাব চক এর মধ্যকার খেলায় টু ষ্টার ক্লাব টাইব্রেকার এর মাধ্যমে বিজয় অর্জন করে এবং ম্যান অব দ্যা ম্যাচ জাহাঙ্গীর আলমকে দেয়া হয়।
২য় খেলা চার ঘটিকায় এফ সি বি ক্লাব বনাম রাফি ইউনাইটেড ক্লাব এর মধ্যকার খেলায় টাইব্রেকার এর মাধ্যমে রাফি ইউনাইটেড ক্লাব বিজয় অর্জন করে এবং ম্যান অব দ্যা ম্যাচ মাছুম আহমদকে দেয়া হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন চৌধুরী,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বারহাল ইউ/পি আওয়ামিলীগের সহ-সভাপতি শওকত আলী, ইউ/
আরও উপস্থিত ছিলেন,খেলা পরিচালনা কমিটির সদস্য কামরান আহমদ, আতিকুল ইসলাম, তানিম আহমদ,সামাদ উদ্দিন গৌছ উদ্দিন,আব্দুস সাত্তার,সফজ্জুল হোসেন,আব্দুল হামিদ,আব্দুল গনী,আব্দুস সালাম।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন ওয়াজেদ আহমদ উনার সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন কাওসার আহমদ ও খালেদ আহমদ।
খেলার রেফারির দায়িত্ব পালন করেন ওয়াজেদ আহমদ উনার সহকারী হিসাবে দায়িত্ব পালন করেন কাওসার আহমদ ও খালেদ আহমদ।
