এরশাদকে ছাড়ছেন রওশন?
প্রকাশিত হয়েছে : ৬:৪০:০৩,অপরাহ্ন ১৮ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৮৭০ বার পঠিত
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করার পর পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বৈঠকে অংশ নেয়া এক মন্ত্রী রওশনকে জাতীয় পার্টির চেয়ারম্যান করে আরেকটি জাতীয় পার্টি করার প্রস্তাব দেন। উপস্থিত অন্য মন্ত্রীরা তাতে সমর্থন দিলেও রওশন আরো অপেক্ষা করতে বলেন। রওশন বলেন, দলের চেয়াম্যানের কাছে আমরা জানতে চাইবো কেন তিনি আমাদের সঙ্গে আলাপ-আলোচনা না করে এ সিদ্ধান্ত নিলেন।
সোমবার দুপুরে রওশন এরশাদের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রশ্ন ওঠে- পার্টির চেয়ারম্যান এরশাদ কোন এখতিয়ারে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান করেছেন? বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন পার্টির প্রসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, জিএম কাদেরের বিষয়টি নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আপনাদের জানানো হবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রোববার রংপুরে এক কর্মী সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। একই সঙ্গে সাবেক রাষ্ট্রপতি এরশাদ আগামী এপ্রিলে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠানের ঘোষণাও দেন। পার্টি চেয়ারম্যান জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের জন্য গোলাম মোহাম্মদ কাদেরকে আহ্বায়ক এবং এবিএম রুহুল আমীন হাওলাদারকে সদস্য সচিব করে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করেন।
এরপরই বিষয়টি নিয়ে জাতীয় পার্টির সিনিয়ির প্রেসিডিয়াম সদস্য এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদপন্থিদের মধ্যে তোলপাড় শুরু হয়। এরপর সোমবার জরুরি বৈঠকের ডাক দেন রওশন এরশাদ। তার গুলশানের বাসভবনে দুপুর ১২টায় এই বৈঠক শুরু হয় এবং শেষ হয় দুপুর আড়াইটায়। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে এরশাদের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন বৈঠকে অংশগ্রহণকারীরা। সেই সঙ্গে কো-চেয়ারম্যান করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ।
বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির ৭ জন সংসদ সদস্যসহ কয়েকজন প্রেসিডিয়াম সদস্য অংশ নেন।
ওই বৈঠক সূত্র জানায়, বৈঠকে এক মন্ত্রী রওশনকে জাতীয় পার্টির চেয়ারম্যান করে আরেকটি জাতীয় পার্টি করার প্রস্তাব দেন। উপস্থিত অন্য মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এতে সমর্থনও দেন। কিন্তু রওশন আরো অপেক্ষা করতে বলেন। তিনি বলেন, দলের চেয়াম্যানের কাছে আমরা জানতে চাইবো কেন তিনি আমাদের সঙ্গে আলাপ-আলোচনা না করে এ সিদ্ধান্ত নিলেন।
এ ব্যাপারে পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলামেইলকে বলেন, আমি এসব বিষয়ে কিছুই জানি না। গতকাল রাতে টেলিভিশনে দেখেছি জিএম কাদেরকে কো-চেয়ারম্যান করা হয়েছে। আজ আপনার কাছে শুনলাম। এ নিয়ে রওশন এরশাদ বৈঠক করেছেন। আসলে আমি এসব বিষয়ে কিছু জানি না।
সুত্র: বাংলা মেইল