দক্ষিণ সুরমা জার্নালিস্ট ক্লাবের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:২৫,অপরাহ্ন ১৯ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৬৪৮ বার পঠিত
দক্ষিণ সুরমার একঝাঁক প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলী পয়েন্টে অবস্থিত আজাদ শপিং কমপ্লেক্সের ২য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বিশিষ্ঠ সাংবাদিক ও সাপ্তাহিক বাংলার বারুদের নির্বাহী সম্পাদক বাবর হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক এম এ মালেকের পরিচালানায় এক সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে দৈনিক উত্তরপূর্বের দক্ষিণ সুরমা প্রতিনিধি রাশেদুল হোসেন সোয়েবকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের দক্ষিণ সুরমা প্রতিনিধি আহসান হাবিবকে সাধারণ সম্পাদক হিসাবে নির্বার্চিত করা হয়।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি আফরোজ খান (সিলেট নিউজ ওয়ার্ল্ড.কম), রায়হান আহমদ (ইত্যাদি নিউজ২৪.কম), নিউজ মিরর২৪কম এর ফটো সাংবাদিক আবু বক্কর, সহ-সাধারন সম্পাদক সোহেল আহমদ (বাংলার বারুদ), সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম(দৈনিক কালবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন আহমদ(দৈনিক নতুন দিন), দপ্তর সম্পাদক জাবেদুল ইসলাম দিদার (সিলেট প্রান্ত), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বদরুল ইসলাম ইমন (সিলেট প্রান্ত ও জিনেট টিভি), নির্বাহী সদস্য সাইদুল ইসলাম দুর্জয় ও সুলতান মাহমুদ সানী।