লামারগ্রাম মাদ্রাসায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবী বিতরণ
প্রকাশিত হয়েছে : ৮:০২:০৮,অপরাহ্ন ২০ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৭৪০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদীয়া লামারগ্রাম টাইটেল মাদ্রাসার পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি (কাপড়) বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় মাদ্রাসা মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পীরে কামিল হযরত হাফেজ মাওলানা আব্দুল গফফার রায়পুরী। তিনি বক্তব্যে বলেন দ্বীনী এ মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের প্রতি বছরের ন্যায় এবারো পাঞ্জাবী ড্রেস দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন লেখাপড়ায় মনোযোগী হয়ে প্রকৃত আলেম হতে হবে। যাতে দ্বীন-ইসলাম ও মানুষের খেদমত করা যায়। ২৫জানুয়ারি সোমবার মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সুষ্ঠভাবে সম্পন্নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। হাফেজ আব্দুল আলিম শামীমের ক্বোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার ইফতা বিভাগের প্রধান ও জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান ও শিক্ষা সচিব মাওলানা আব্দুস ছাত্তার।মুহাদ্দিস মাওলানা ফরিদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সদরুল ইসলাম, মাওলানা আপ্তাব উদ্দিন, মাওলানা আব্দুল কাইয়ুম, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, শিক্ষানুরাগী মুহাম্মদ উল্লাহ বুলবুল ও সংবাদপত্র এজেন্ট ও জকিগঞ্জ বার্তার ফটো সাংবাদিক মো: শাফি প্রমূখ।
বক্তারা বলেন পূর্ব সিলেটের সব চেয়ে বৃহৎ ওয়াজ মাহফিলে লাখো মানুষের সমাগম হবে। মাদ্রাসার এ মহতী মাহফিল বাস্তবায়নে পীর ছাহেব রায়পুরী মুরিদান, এলাকাবাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ দিন-রাত কাজ করে যাচ্ছেন। আগত সকল মেহমানদের সেবা দিতে যা যা করার সবই করা হচ্ছে বলে বক্তারা জানান। তারা আরো বলেন দ্বীনী মাদ্রাসাটির সুবাস সর্বত্র ছড়িয়ে পড়ছে। মাদ্রাসার শিক্ষার্থীরা দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্থে ছড়িয়ে রয়েছেন। দরিদ্র শিক্ষার্থীদের মাদ্রাসা ড্রেস দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বক্তারা।