রাজু জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:৪৫,অপরাহ্ন ২১ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৯৮৪ বার পঠিত
জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া-১৩ এর পরিচালক নির্বাচিত হয়েছেন আখতার হোসেন রাজু।
বুধবার সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
নির্বাচনে আখতার হোসেন রাজু টেলিভিশন প্রতীকে পান ৭৮৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি কামরুল ইসলাম সিলিং ফ্যান প্রতীকে পান ৩৬৫ ভোট।
প্রসঙ্গত, জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী, কসকনকপুর, মানিকপুর ইউনিয়ন ও জকিগঞ্জ পৌরসভা নিয়ে জকিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এরিয়া-১৩। ওই এলাকার মোট গ্রাহক সংখ্যা ৪ হাজার ৬৬০ জন। – See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/21858#sthash.qcSXXZ7C.6zXnYSNQ.dpuf