ভরণ মসজিদ নির্মাণে ১০লক্ষ টাকা দান করলেন সমাজসেবী ডা. মতিন
প্রকাশিত হয়েছে : ১২:৫৩:২০,অপরাহ্ন ২৩ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১৪১১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ সদর ইউনিয়নের ভরণ সুলতানপুর মহল্লার মসজিদে (মাদ্রাসা মসজিদ) ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। শুক্রবার জুমআর নামাজের পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি প্রস্থর স্থাপন করেন সমাজসেবী, শিক্ষানুরাগী ও দানবীর ডা. আব্দুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মো: আব্দুল হক, সেক্রেটারি শাহীন আহমদ, ভরণ হাফিজিয়া ও মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক, আব্দুল আহাদ মহরির, মাওলানা আসাদ উদ্দিন, ইঞ্জিনিয়ার হালিম আহমদ, হুমায়ুন আহমদ, শষ্যকুড়ি গ্রামের শাহীন আহমদ ও সেনাবাহিনীর সেকশন অফিসার (প্রগ্রাম) মুহাম্মদ জাহিদুজ্জামান স্বপন প্রমূখ। এর আগে জুমআর নামাজে বক্তব্য দেন ডা. আব্দুল মতিন। তিনি বক্তব্যে বলেন এলাকাবাসী তথা মসজিদ কমিটির সেক্রেটারি শাহীন আহমদের অনুরোধে মসজিদ নির্মাণে ১০লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। ইতোমধ্যে ৩লক্ষ টাকা প্রদান করেছি। নগদ আরো ১লক্ষ টাকা মসজিদ কমিটির হাতে তুলে দেন তিনি। মসজিদ কমিটির সেক্রেটারি শাহীন আহমদ বক্তব্যে বলেন সমাজসেবী, শিক্ষানুরাগী ও দানবীর ডা. আব্দুল মতিন মসজিদ নির্মাণে ১০লক্ষ টাকা দান করে বড় মনের পরিচয় দিয়েছেন। তার এই মহানুভবতা যুগ যুগ ধরে মহল্লাবাসী স্মরণ করবে। গ্রামের প্রবীণ ও যুবকেরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ডা. আব্দুল মতিনকে বরণ করেন।
প্রসঙ্গত: দীর্ঘদিন থেকে জকিগঞ্জ সদর ইউনিয়নের শস্যকুড়ি গ্রামের ডা. আব্দুল মতিন সমাজসেবা, শিক্ষার উন্নয়ন ও দরিদ্রদের সহযোগিতা করে আসছেন।