জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাষ্টের প্রাথমিক ও মাধ্যমিক স্থরের বৃত্তি প্রদান
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:২৬,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৪০৯০ বার পঠিত
সংবাদ দাতা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের প্রতিষ্ঠাতা, সাবেক এমপি ও পুবালী ব্যাংক লি: এর চেয়ারম্যান, আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার বলেছেন আজ বাংলাদেশে যে শিক্ষার বিপ্লব হচ্ছে আমরাও একই সাথে অগ্রসর হচ্ছি। এ ধারাবিহকতা অব্যাহত থাকলে ২০২১সালে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে উন্নিত হবে। তিনি বলেন, শুধু সন্তানকে লালন-পালন করলেই হবেনা, প্রত্যেক মা বাবার নৈতিক দায়িত্ব তার সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলা। সে দায়িত্ব পালনে আমরা সচেস্ট হবো। বলেন সবোর্চ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে হবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরাও্ অনেক দূর এগিয়ে গেছি। সেদিন বেশি দূরে নয়, বিশ্বের উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারব। শনিবার জকিগঞ্জের সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩২তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবী আব্দুল মালিক তাপাদার খালন মিয়ার সভাপতিত্বে ও ট্রাস্টের সহকারি সচিব শুভ্রকান্তি চন্দন দাশ এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ট্রাষ্টি খায়রুল আলম। শুরুতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রাফছান জনি শুভ, সাইদুজ্জামান, খাদিজা আক্তার তারিন ও সুয়াইদ শাহরিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. কবির এইচ চৌধুরী, স্কলার্স হোমের অধ্যক্ষ যুবায়ের সিদ্দিকী, এম এ আজিজ, প্রানবন্ত নাথ,হাফছা মজুমদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান, কথা সাহিত্যিক ও সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, ট্রাস্টি রানা লায়লা হাফিজ। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো রফিজ মিয়া, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, অধ্যক্ষ আজির উদ্দিন, শিক্ষক কাজি শাহেদা বেগম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুশ শহিদ তাপাদার প্রমুখ। উপস্থিত ছিলেন ট্রাস্টের সচিব ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাকিম হায়দার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাওসার আহমদ চৌধূরী ,ইউপি চেয়ারম্যান কবির আহমদ, সমাজসেবী সাইফুদ্দিন খালেদ, মেজর নাজিম উদ্দিন মজুমদার, মাওলানা ছালিক আহমদসহ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। উল্লেখ্য, ২০১৫ সালের বৃত্তি পরীক্ষায় মাধ্যমিক স্তরের ৩৬টি বিদ্যালয়ের ১৪২৭জন ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে বিভিন্ন গ্রেডে ৩০৫ জন বৃত্তি পেয়েছে। তন্মধ্যে চরিপাড়া উচ্চ বিদালয় প্রথম, গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজ দ্বিতীয় ও সীমান্তিক ইন্টারন্যাশনাল হাই স্কুল তৃতীয় হয়েছে। প্রাথমিক স্তরে ১৬টি বিদ্যালয়ের ২০৮৮ জন ছাত্র/ছাত্রীর মধ্যে ৩৩০জন বৃত্তি পেয়েছে। প্রাথমিকে প্রথম হয়েছে সড়কের বাজার কিন্ডারগার্টেন, দ্বিতীয় হয়েছে সীমান্তিক ও তৃতীয় হয়েছে ট্যালেন্টন্স হোম।