সারাদেশে উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ৮:০০:২৩,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ৭১১ বার পঠিত
সংসদ ভবন থেকে: দেশে সকল উপজেলা ও ইউনিয়নে ভূমি অফিস নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয় পর্যায়ক্রমে এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় ৫৩৭ কোটি টাকা ব্যয়ে ৫০০টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১৩৯টি উপজেলা ভূমি অফিস নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রোববার বিকেলে দশম জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নবম অধিবেশনের দ্বিতীয় দিনে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরীর এ বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ তথ্য জানান।
ভূমিমন্ত্রী জানান, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাম চলমান প্রকল্পের অনুমোদিত তালিকায় না থাকায় এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন না হলেও ভূমি মন্ত্রনালয় সম্প্রতি অবশিষ্ট সকল উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্রুত প্রকল্পটির কার্যক্রম শুরু করা হবে। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা ভূমি অফিসটি এই প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে।
সংসদ ভবন থেকে: দেশে সকল উপজেলা ও ইউনিয়নে ভূমি অফিস নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয় পর্যায়ক্রমে এই প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় ৫৩৭ কোটি টাকা ব্যয়ে ৫০০টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১৩৯টি উপজেলা ভূমি অফিস নির্মাণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রোববার বিকেলে দশম জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নবম অধিবেশনের দ্বিতীয় দিনে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরীর এ বিষয়ে করা এক প্রশ্নের উত্তরে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এ তথ্য জানান।
ভূমিমন্ত্রী জানান, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাম চলমান প্রকল্পের অনুমোদিত তালিকায় না থাকায় এ প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন না হলেও ভূমি মন্ত্রনালয় সম্প্রতি অবশিষ্ট সকল উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্রুত প্রকল্পটির কার্যক্রম শুরু করা হবে। চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা ভূমি অফিসটি এই প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে।
সুত্র: বাংলা মেইল