মাইজকান্দির দরিদ্র হারুনের বর্ষিতে ১৪কেজি ওজনের বোয়াল
প্রকাশিত হয়েছে : ৯:০৪:৩৪,অপরাহ্ন ২৪ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১৩৭০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জ পৌর এলাকার মাইজকান্দি গ্রামের দরিদ্র হারুনুর রশিদের বর্ষিতে ১৪কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার দিবারাত সোয়া ১১টার দিকে কুশিয়ারা নদীতে এ মাছটি ধরা পড়ে। খবর পেয়ে শতাধিক মানুষ মাছটি দেখতে ভির করেন। নিজ বাড়ির পাশে কুশিয়ারা নদীতে অতিসম্প্রতি আরো ২টি বোয়াল মাছ তিনি পেয়েছেন। একটি ১০হাজার টাকা দর ঠিক করে তিনিসহ কয়েকজন মিলে ভক্ষণ করেছেন। অন্যটি স্থানীয় মাইজকান্দি মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের দান করেছেন হারুনুর রশিদ। গতকাল রাতে পাওয়া মাছটি মাত্র ৮হাজার টাকা বিক্রি করেছেন। হাফেজ শাহিদুর রহমান জকিগঞ্জ বার্তাকে জানান হারুনুর রশিদ প্রতিবেশি হওয়াতে আমাদের মরহুম চাচা মঈন উদ্দিনের পুত্র ডা. খালেদ আহমদের কাছে ৮হাজার টাকায় বিক্রি করেছেন। বর্ষিতে মাছ পেয়ে ভীষণ খুশি হারুনুর রশিদ।