লামারগ্রাম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৭:৪৯:২৯,অপরাহ্ন ২৬ জানুয়ারি ২০১৬ | সংবাদটি ১২০৮ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া লামারগ্রাম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল গতকাল সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে পর দিন ফজর পর্যন্ত অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহা-পরিচালক হাফেজ মাওলানা আব্দুল গফফার পীর ছাহেব রায়পুরী। ইফতা বিভাগের প্রধান ও জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসানের পরিচালনায় প্রধান হিসেবে বয়ান পেশ করেন ভারতের প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল্লাহ মায়রুফী।
বয়ান পেশ করেন দারুল উলুম দেওবন্দের সহকারি শিক্ষা সচিব মাওলানা আফজল হোসেন, মাওলানা ফুরকান উল্লাহ খলিল, দরগাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম জাকারিয়া, মাওলানা ইউসুফ ছাহেব, হাড়িকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল গনি ও মাওলানা মমতাজ আহমদ প্রমূখ। মাহফিলে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, শিল্পপতি ও শিক্ষানুরাগী সাইফুদ্দিন খালেদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা্ মোস্তাকীম হায়দর।
সকাল হতে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্থ থেকে রায়পুরী ছাহেবের অগণিত, মুরিদ-ভক্ত ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মুরিদ গণের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।